BUET Film Society
ইন্ডিয়ান মাইথোলোজিতে চিত্রগুপ্ত এক অনবদ্য চরিত্র। আমাদের সকল পাপ পুণ্যের হিসাব রাখেন তিনি। আর স্বর্গ নরকের গন্তব্যও তিনিই ঠিক করেন। সকল মানুষের জীবনের সব হিসাব নিকাশ করা থাকে চিত্রগুপ্ত এর খাতায়। তেমনভাবে এই দেশেও চলতে থাকা অন্যায় অত্যাচার এর জন্য আমাদের দরকার একজন চিত্রগুপ্ত; যিনি হিসাব রাখবেন সব পাপের, আর তারপর সেই পাপ অনুযায়ী শাস্তি দিবেন দেশদ্রোহীদের। এরকম একজন চিত্রগুপ্তের খোঁজে আমরা…
আমরা প্রতিদিন নিজেদের দাবী করছি দেশপ্রেমিক বলে, নিজেদের অস্তিত্ব আর নিজেদের সত্তার প্রেমই হয়ে উঠছে আমাদের দেশপ্রেম। হয়তো, এটা দেশপ্রেমেরই ভিন্ন কোন রূপ। কিন্তু যাদের দেশপ্রেম ছিল নিজের সত্তার প্রতি প্রেমের ঊর্ধ্বে সার্বজনীন এক সত্তার প্রতি, তাদেরই আমরা বলতে চাই সত্যিকারের দেশপ্রেমিক…
বুয়েট ফিল্ম সোসাইটি-র দ্বিতীয় প্রযোজনা “সত্তা” যা মুক্তি পায় মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত “সত্তার অভ্যুত্থানে, স্বাধীন প্রত্যয়ে” অনুষ্ঠানে ২৬ মার্চ, ২০১৬ তারিখে।
ইন্ডিয়ান মাইথোলোজিতে চিত্রগুপ্ত এক অনবদ্য চরিত্র। আমাদের সকল পাপ পুণ্যের হিসাব রাখেন তিনি। আর স্বর্গ নরকের গন্তব্যও তিনিই ঠিক করেন। সকল মানুষের জীবনের সব হিসাব নিকাশ করা থাকে চিত্রগুপ্ত এর খাতায়। তেমনভাবে এই দেশেও চলতে থাকা অন্যায় অত্যাচার এর জন্য আমাদের দরকার একজন চিত্রগুপ্ত; যিনি হিসাব রাখবেন সব পাপের, আর তারপর সেই পাপ অনুযায়ী শাস্তি দিবেন দেশদ্রোহীদের। এরকম একজন চিত্রগুপ্তের খোঁজে আমরা…
বাবা দিবস উপলক্ষে আমাদের বিশেষ ডকুমেন্টারি ফিল্ম,”বাবার প্রতি..”। বিভিন্ন মানুষের বাবাকে নিয়ে বলা কথা- বাবার অবদান, বাবার স্বপ্ন, বাবার প্রতি ভালোবাসা বা থেকে যাওয়া কোনো আফসোস – এসবই তুলে ধরার চেষ্টা করা হয়েছে ডকুমেন্টারি ফিল্মটিতে।