BFS presents “Movie Review”
𝗥𝗘𝗩𝗜𝗘𝗪-3 (Light Spoiler)⚠
🎬Movie: Mr. Nobody (2009)
Genre: Sci-fi/Drama
⏳Duration: 141 minutes
🎭Cast: Jared Leto, Sarah Polley, Diane Kruger, Linh Dan Pham, Rhys Ifans, Natasha Little
📽Director: Jaco Van Dormael
IMDb rating: 7.8/10
“You have to make the right choice. As long as you don’t choose, everything remains possible.” – Mr. Nobody
এই একটা লাইনের মধ্যেই সম্পূর্ণ মুভির অন্তর্ভাব নিহিত।
কেমন হবে যদি মানুষ সত্যিই অমরত্ব লাভ করে ফেলে⁉️ আর আপনি হোন সর্বশেষ মরণশীল ব্যক্তি? মুভিটি এমনই একটি পৃথিবীর সর্বশেষ মরণশীল মুমূর্ষু ব্যক্তির জীবনের অভিজ্ঞতাকে কেন্দ্র করে বানানো। আর সেই ব্যক্তিটি হচ্ছেন ‘নিমো নোবডি’।
চিন্তা করুন তো আপনার ভবিষ্যতের সব সিদ্ধান্তের সম্ভাব্য ফলাফলগুলো যদি আপনার জানা থাকে, তাহলে ব্যাপারটা কেমন হয়? এমনই এক জটিল প্রশ্নের মধ্য দিয়ে এগিয়ে যায় ‘Mr. Nobody’ মুভির কাহিনী।
“ধরুন, আপনার বাসায় যাবার জন্য দুটি উপায় আছে, গাড়ি অথবা সিএনজি। আপনি সিদ্ধান্ত নিলেন আপনি গাড়িতে যাবেন। কিন্তু কখনো ভেবেছেন যে গাড়ির বদলে সিএনজিতে গেলে কী হতো..? হয়ত আপনি সিএনজি অ্যাক্সিডেন্টে মারা যেতে পারতেন। কিংবা ধরুন, আপনি সিদ্ধান্ত নিলেন আপনি সিএনজিতে যাবেন। গাড়িতে গেলে হয়ত আপনি হালকা ব্যথা পেতেন।
দু’টো চয়েজ। দু’টো গ্রহণ করার ফলে দু’রকম বাস্তবতার সৃষ্টি হতো। এক ক্ষেত্রে আপনি হাসপাতালে থাকতেন, অপর ক্ষেত্রে কবরে।”
কিন্তু একটু আগেই বললাম, আপনি আগেই জানেন আপনার সিদ্ধান্তের ভবিষ্যৎ ফলাফল কেমন হবে। এমন অবস্থায় আপনি গাড়িতে যাবেন নাকি সিএনজিতে?
আর নিমো-ই বা জেনে-শুনে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নিবে এটা জানার জন্যে মুভিটি দেখতে বসে পড়ুন।
এক সিনেমায় বাটারফ্লাই ইফেক্ট, বিগ ব্যাং থিওরি আর ফোর্থ ডাইমেনশনের এমন নিপুণ সংমিশ্রণ থাকা খুবই বিরল। সিনেমাটি বিজ্ঞান, বাস্তবতা আর কল্পনার একটা পার্ফেক্ট মিশ্রণ! মুভিতে জুকারখ্যাত অভিনেতা জেরাড লেটোর অভিনয় ছিলো দেখার মত 💘
মনে হতে পারে মেইন প্লট অলরেডী বলে ফেলেছি। কিন্তু মুভিটিতে একাধিক টাইমলাইন & তাদের Visualisation ,স্টোরি টেলিং এত সুন্দর ভাবে ইমপ্লিমেন্ট করা যেটা না দেখলে কখনোই বুঝা যাবে না।
Partha Sarothi Paul (Naval Architecture and Marine Engineering ’20)
31 December 2022
(এটা আমার লেখা প্রথম মুভি রিভিউ।কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।ধন্যবাদ💛)