BFS presents “Movie Review”
𝗥𝗘𝗩𝗜𝗘𝗪-1 (Spoiler Free)
🎬Movie: The Box (2021)
Genre: Musical🎶
⏳Duration: 93 minutes
🎭Cast: Park Chanyeol, Jo Dal-hwan
📽Director: Yang Jeong-Woon
IMDb rating: 9.5/10
“When you close your eyes, there’s nothing but music.” – The Box (2021)
সঙ্গীতপ্রধান চলচ্চিত্রগুলোর আলাদা একটি ভক্তগোষ্ঠী রয়েছে, সঙ্গীতপ্রেমী মাত্রই এই ধরনের চলচ্চিত্রগুলোর জন্য অপেক্ষা করে থাকেন। এই ধাঁচের চলচ্চিত্রগুলোর মূল আকর্ষণ হলো চমৎকার সব গান। সাথে যদি একটি মানানসই স্টোরিলাইন থাকে, তাহলে সেই চলচ্চিত্রটি মানুষের মনে দাগ কাটতে বাধ্য!
ঠিক তেমনটিই হয়েছে “The Box” মুভিটির ক্ষেত্রে। একসময়ের সফল কিন্তু অনিয়ন্ত্রিত জীবনের দোষে ঋণের বাক্সে বন্দী মিউজিক প্রোডিউসার (Jo Dal-hwan) এবং একজন অসম্ভব মেধাবী সঙ্গীতশিল্পী যিনি কি না মঞ্চভীতির বাক্সে নিজেকে আটকে রেখেছেন (Park Chanyeol) – এই দুই মূল চরিত্রকে নিয়েই এগিয়েছে চলচ্চিত্রটি।
দুই সহঅভিনেতার রসায়ন এবং এর সাথে যারা কাহিনীর প্রয়োজনে স্ক্রিনে এসেছেন, প্রত্যেকের সাবলীল অভিনয় ভালো লেগেছে। বিশেষত মঞ্চভীতু গায়ক জিহুনের চরিত্রে রূপদানকারী অভিনেতা যেন চরিত্রের সাথে মিশে গিয়েছিলেন।
জিহুনের চরিত্রে রূপদানকারী Park Chanyeol বাস্তবেও একজন গুণী সঙ্গীতজ্ঞ, ৯ বছরের ক্যারিয়ারে যুক্ত রয়েছেন বিশ্বের জনপ্রিয় বয়ব্যান্ড #EXO এর সাথে। তিনি নিজে একজন মেধাবী সঙ্গীতশিল্পী, এজন্য জিহুনের সঙ্গীতসত্তার সাথে নিজেকে যুক্ত করতে তাঁর সম্ভবত বেগ পেতে হয়নি। তবে জিহুনের অন্তর্মুখী চারিত্রিক বৈশিষ্ট্য, মঞ্চভীতির মত বিষয়গুলো তাঁকে আয়ত্ত্ব করতে হয়েছে এবং বলা যায় তিনি সফল হয়েছেন। এর সাথে Jo Dal-Hwanএর মত অভিজ্ঞ অভিনেতার সংলাপগুলো চলচ্চিত্রটিকে আরো প্রাণ দিয়েছে, তাঁর অভিনয়ের জুড়ি মেলা ভার! চলচ্চিত্রটির সংলাপগুলো পারফেক্ট ছিল, জিহুনের সংলাপ চরিত্রের প্রয়োজনেই অল্প ছিল কিন্তু তাঁর কণ্ঠস্বর চলচ্চিত্রটিতে একটি মোহময় আবহ তৈরি করেছিল।
সরল কিন্তু গোছানো স্টোরিলাইনের সাথে যোগ হয়েছে অসাধারণ সিনেমাটোগ্রাফি। অদ্ভুত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ক্যামেরাতে তুলে আনার ব্যাপারটি এই চলচ্চিত্রটিকে অন্যমাত্রা দিয়েছে।
প্রশান্তিকর দৃশ্যায়নের সাথে ছিল পরিচিত গানগুলোর চমৎকার রিএরেঞ্জমেন্ট! এই চলচ্চিত্রে নতুন করে সঙ্গীতায়োজনের অনুমতি নেয়া হয়েছে গানগুলোর মূল শিল্পীদের কাছ থেকে। গানগুলো চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা নিজেই গেয়েছেন।
Cold play এর A Sky Full Of Stars, Pharrell Williams এর Happy, Billie Eilish এর Bad Guy, Louis Armstrong এর What a Wonderful World, Frank Sinatra এর My Funny Valentine সহ আরো বেশকিছু জনপ্রিয় গানের রিএরেঞ্জমেন্ট ছিল। তবে Mariah Carey এর Without You গানটির রিএরেঞ্জমেন্টে জিহুনের বিষাদগ্রস্ত গম্ভীর কণ্ঠ মনে আলাদাভাবে দাগ কেটে গিয়েছে। এছাড়া অরিজিনাল সাউন্ডট্র্যাক Break The Box রেগুলার প্লেলিস্টে স্থান করে নেবার মত একটি গান 😊❤️
অনুপ্রেরণামূলক চলচ্চিত্রের কাতারেও “The Box” একটি নতুন সংযোজন। চলচ্চিত্রটি খানিকটা ক্লান্তি শেষে শান্তির পরশের মত, এক কাপ কফি হাতে একটানা দেখে ফেলবার মত একটি চলচ্চিত্র এটি। অনেকগুলো থ্রিলার মুভি দেখার পরে সহজ শান্ত মুভিটি একটি ভালো সাজেশন। 🌼
চলচ্চিত্রের মূল চরিত্র এবং পার্শ্বচরিত্রসমূহ যেন আমাদের অস্তিত্বের একেকটা অংশকে উপস্থাপন করে। সম্ভবত প্রত্যেকে নিজের জার্নির সাথে “The Box” এর জার্নিকে রিলেট করতে পারবেন। সময় করে দেখে নিতে পারেন চলচ্চিত্রটি ❤️🌼
- হুমায়রা ঐশ্বী (তড়িৎ প্রকৌশল ‘১৯)
৩১ মে ২০২১
(এটা আমার লেখা প্রথম মুভি রিভিউ। 😅 ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো, কমেন্ট সেকশনে পরামর্শ জানালে কৃতজ্ঞ থাকবো।🌻)